...
Show More
কতবার পড়লুম! এ জিনিস পুরোনো হবার নয়।
১০ ই আগষ্ট, ২০২৪-
নিখাদ বাঙালির 'পটেদা সমগ্র' পড়তে গিয়ে খেয়াল করলাম আমার সবচেয়ে প্রিয় টেনিদাকে ভীষণ মিস করছি আমি। হতচ্ছাড়া পন্ডিত ক্যাবলা, পিলের জ্বরে ভোগা প্যালারাম, আর এদিকে ঢাকাই হাবলা ওরফে হাবলু সেন এদের কথা কিভাবে বেমালুম ভুলে গেলাম আমি! অথচ একসময় আমার ধ্যান জ্ঞান ছিল এই টেনিদা। বই ছেড়ে একসময় ইউটিউবে অনেক কার্টুন ও দেখেছি এদের। স্মৃতির তাড়নায় তাই আবার খুলে বসলাম প্রিয় 'টেনিদা সমগ্র'। আর প্রথমেই 'চারমূর্তি'। চলুক এভাবে কিছুদিন টেনিদা.....
১০ ই আগষ্ট, ২০২৪-
নিখাদ বাঙালির 'পটেদা সমগ্র' পড়তে গিয়ে খেয়াল করলাম আমার সবচেয়ে প্রিয় টেনিদাকে ভীষণ মিস করছি আমি। হতচ্ছাড়া পন্ডিত ক্যাবলা, পিলের জ্বরে ভোগা প্যালারাম, আর এদিকে ঢাকাই হাবলা ওরফে হাবলু সেন এদের কথা কিভাবে বেমালুম ভুলে গেলাম আমি! অথচ একসময় আমার ধ্যান জ্ঞান ছিল এই টেনিদা। বই ছেড়ে একসময় ইউটিউবে অনেক কার্টুন ও দেখেছি এদের। স্মৃতির তাড়নায় তাই আবার খুলে বসলাম প্রিয় 'টেনিদা সমগ্র'। আর প্রথমেই 'চারমূর্তি'। চলুক এভাবে কিছুদিন টেনিদা.....