...
Show More
কেউ শৈশবে, নিদেন পক্ষে কৈশোরে এ সমস্ত বই হাতে তুলে দিলো না যে কেন! আপনারা নিজেরা পড়ুন বা না পড়ুন, বাচ্চাদের এসব বই পড়ে শোনাতে, উপহার দিতে কার্পণ্য করবেন না।
আমি মনে হয় সেই হতভাগা বাঙালীদের একজন, যে সুনন্দের জার্নাল পড়ে টরে, নারায়ণ গঙ্গোপাধ্যায়কে ভালোবেসে এরপর উল্টোপথে টেনিদার কাছে পৌঁছেছে, আর তারও অনেক পরে একদিন হঠাৎ কী মনে করে বইখানা হাতে তুলে পড়তে শুরু করেছে।
আমি মনে হয় সেই হতভাগা বাঙালীদের একজন, যে সুনন্দের জার্নাল পড়ে টরে, নারায়ণ গঙ্গোপাধ্যায়কে ভালোবেসে এরপর উল্টোপথে টেনিদার কাছে পৌঁছেছে, আর তারও অনেক পরে একদিন হঠাৎ কী মনে করে বইখানা হাতে তুলে পড়তে শুরু করেছে।