...
Show More
পোল্যান্ডের বিখ্যাত সাংবাদিক রিজার্ড কাপুচিনস্কি দীর্ঘকাল ঘুরেছেন সমগ্র আফ্রিকা মহাদেশে। দেখেছেন রাজায় রাজায় সিংহাসন নিয়ে যুদ্ধে উলুখাগড়াতুল্য জনতার প্রাণ যেতে, দারিদ্র্য, বেকারত্ব আর ঔপনিবেশিক শোষণের অভিশাপ কতটা গভীর ও দগদগে ঘা তৈরি করেছে আফ্রিকার দেশে দেশে তার প্রত্যক্ষদর্শী হয়েছেন খোদ কাপুচিনস্কি।
রিজার্ড কাপুচিনস্কি আর দশজন ফরেন করেনপনডেন্টদের মতো নন। সবাই তো দেশের বাইরে সংবাদ সংগ্রহ করতে যায়৷ রাজা-গজা না হোক নিদেনপক্ষে কোতোয়ালের সাথে সংযোগ রেখে নিজের আ্যসাইনমেন্টটি সম্পন্ন করে বগল বাজাতে বাজাতে ফিরে আসেন৷ কিন্তু কাপুচিনস্কি পারতপক্ষে উচ্চমহলের সান্নিধ্যে পেতে চাইতেন না৷ তাই আফ্রিকাকে তিনি দেখেছেন সাধারণ মানুষদের সাথে মিশে, তাদের নিত্যদিনের জীবনযাপনের প্রতি উৎসুক থেকে বুঝতে চেয়েছেন ইউরোপের সাথে গ্রেট আফ্রিকার তফাতটা কোথায়।
লাইবেরিয়া, রুয়ান্ডা, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, ইরিত্রিয়া, কঙ্গো, জিম্বাবুয়েসহ আফ্রিকা অনেকগুলো দেশকে, সেই দেশের রাজনৈতিক উত্থান-পতনকে, সাধারণ মানুষের আনন্দ-বেদনার কাব্যকে লিখেছেন বুকভরা দরদ এবং মনুষ্যত্বের মিশেলে৷
আমি কাপুচিনস্কির লেখার একজন অনুরাগী। তাঁর 'Shah Of Shah', 'Travels with Herodotus' - এর মতো অনবদ্য লেখনীর সাথে 'Shadow Of The Sun' বইটির তুলনা করলে আমি আগেই দুটোকেই এগিয়ে রাখব। এই বইটির একটি দুর্বলতা হলো লেখা মাঝেমধ্যে ঝুলে গিয়েছিল। কিছু বর্ণনা প্রয়োজনের চেয়ে বেশি মনে হচ্ছিল। সর্বোপরি কাপুচিনস্কির সিগনেচার স্টাইলের শতভাগ আমি পাইনি।
বি.দ্র. যারা এখনো কাপুচিনস্কি চর্চা শুরু করেননি, তারা বড় কিছু মিস করছেন৷ দেরি করবেন না কাপুচিনস্কির যেকোনো বই নিয়ে পড়তে শুরু করুন। শেষ না করে রেহাই পাবেন না।
রিজার্ড কাপুচিনস্কি আর দশজন ফরেন করেনপনডেন্টদের মতো নন। সবাই তো দেশের বাইরে সংবাদ সংগ্রহ করতে যায়৷ রাজা-গজা না হোক নিদেনপক্ষে কোতোয়ালের সাথে সংযোগ রেখে নিজের আ্যসাইনমেন্টটি সম্পন্ন করে বগল বাজাতে বাজাতে ফিরে আসেন৷ কিন্তু কাপুচিনস্কি পারতপক্ষে উচ্চমহলের সান্নিধ্যে পেতে চাইতেন না৷ তাই আফ্রিকাকে তিনি দেখেছেন সাধারণ মানুষদের সাথে মিশে, তাদের নিত্যদিনের জীবনযাপনের প্রতি উৎসুক থেকে বুঝতে চেয়েছেন ইউরোপের সাথে গ্রেট আফ্রিকার তফাতটা কোথায়।
লাইবেরিয়া, রুয়ান্ডা, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, ইরিত্রিয়া, কঙ্গো, জিম্বাবুয়েসহ আফ্রিকা অনেকগুলো দেশকে, সেই দেশের রাজনৈতিক উত্থান-পতনকে, সাধারণ মানুষের আনন্দ-বেদনার কাব্যকে লিখেছেন বুকভরা দরদ এবং মনুষ্যত্বের মিশেলে৷
আমি কাপুচিনস্কির লেখার একজন অনুরাগী। তাঁর 'Shah Of Shah', 'Travels with Herodotus' - এর মতো অনবদ্য লেখনীর সাথে 'Shadow Of The Sun' বইটির তুলনা করলে আমি আগেই দুটোকেই এগিয়ে রাখব। এই বইটির একটি দুর্বলতা হলো লেখা মাঝেমধ্যে ঝুলে গিয়েছিল। কিছু বর্ণনা প্রয়োজনের চেয়ে বেশি মনে হচ্ছিল। সর্বোপরি কাপুচিনস্কির সিগনেচার স্টাইলের শতভাগ আমি পাইনি।
বি.দ্র. যারা এখনো কাপুচিনস্কি চর্চা শুরু করেননি, তারা বড় কিছু মিস করছেন৷ দেরি করবেন না কাপুচিনস্কির যেকোনো বই নিয়ে পড়তে শুরু করুন। শেষ না করে রেহাই পাবেন না।