...
Show More
কাহিনীর এই অংশে এসে মূল চরিত্র লরার বয়স যেন কিছুতেই বাড়াবেন না বলে প্রতিজ্ঞা করেছেন লেখিকা। যদিও বইয়ের লরা আর লেখিকা দুজন একই চরিত্র। তবুও কেন যেন এই পনেরো বছর বয়সে এসে লরার বয়স আটকে যাওয়াটা বেখাপ্পা লাগলো। এছাড়া বাকি সব ভালোই লেগেছে। বিশেষ করে, অবশেষে আলমানযোর সাথে লরার দেখা হওয়াটা।