...
Show More
ইংল্যান্ড,১৬ শতক। ক্রুসেড যুদ্ধের সময়ের কথা। ইংল্যান্ডের রাজা রিচার্ড ক্রুসেড পরিচলনা করছেন দেশ পরিচালনার ভার তার ভাই জনকে ছেড়ে দিয়ে। কিন্তু জন ক্ষমতার লোভে রিচার্ডকে সরিয়ে পাকাপাকি ভাবে বসতে চায় সিংহাসনে। আইভানহো বই এর নাম একই সাথে প্রধান চরি���্র (?) রাজা রিচার্ডের খুবই কাছের মানুষদের মাঝে একজন। পারিবারিক ভাবে তাজ্য হলেও রাজা রিচার্ডের কাছে সে প্রিয় পাত্র। আইভানহোর ক্রুসেড থেকে দেশে ফিরে আসার পর থেকে রাজা রিচার্ডের, তার ভাই এর ষড়যন্ত্রের মকাবেলা করার সময়ের কাহিনী বর্ননা করা হয়েছে এই গল্পে।
পাঠপ্রতিক্রিয়াঃ আইভানহো Waverley সিরিজের ৫ম বই, সিরিজের ৪র্থ বই রব রয় থাকার পরও কেন যে ৫ম বই দিয়ে পড়া শুরু করলাম কে জানে। বই হিসেবে সুখপাঠ্য, মাঝে উপরি হিসেবে রবিনহুডের আগমন। :p
পাঠপ্রতিক্রিয়াঃ আইভানহো Waverley সিরিজের ৫ম বই, সিরিজের ৪র্থ বই রব রয় থাকার পরও কেন যে ৫ম বই দিয়ে পড়া শুরু করলাম কে জানে। বই হিসেবে সুখপাঠ্য, মাঝে উপরি হিসেবে রবিনহুডের আগমন। :p