...
Show More
একটা বই পড়তে গিয়ে ইমোশনগুলো এত রোলার কোস্টারে চড়ে, কিছু কিছু ভালো লাগা, না লাগা - এমনকি শেষটাতে বইটাতে ৫তারা দিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি।
৯টা গল্প সবমিলিয়ে কেমন?
কিছু গল্প আজিমপুর থেকে নীলক্ষেতে যাবার পথে সন্ধ্যার পর যে একটা দীর্ঘায়িত ট্র্যাফিক জ্যাম পড়ে, সেই জ্যামে বসে চিবানো পপকর্ন এর মত নিরর্থক কিন্তু প্রয়োজনীয়। আবার কিছু গল্প বছরের এই দীর্ঘায়িত দিনগুলোতে অফিস থেকে আগে আগে ফিরে বিকেল-ঘুম দেবার মতই আকাঙ্ক্ষিত। কিছু গল্প কোন কাজ করতে ভালো না লাগা মন নিয়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে আলস্যে শুয়ে থাকবার মতন। আবার কিছু গল্পাংশ ভর দুপুরে বাসে জানলার পাশের সিটে বসে কড়া রোদের তাপে পুড়বার তিতবিরক্তির মতন। আবার কিছু মাঝরাতে মিথ্যা ক্ষুধায় অকারণ চীনাবাদাম চিবানোর বিলাসিতা করবার মতন।
৯টা গল্প সবমিলিয়ে কেমন?
কিছু গল্প আজিমপুর থেকে নীলক্ষেতে যাবার পথে সন্ধ্যার পর যে একটা দীর্ঘায়িত ট্র্যাফিক জ্যাম পড়ে, সেই জ্যামে বসে চিবানো পপকর্ন এর মত নিরর্থক কিন্তু প্রয়োজনীয়। আবার কিছু গল্প বছরের এই দীর্ঘায়িত দিনগুলোতে অফিস থেকে আগে আগে ফিরে বিকেল-ঘুম দেবার মতই আকাঙ্ক্ষিত। কিছু গল্প কোন কাজ করতে ভালো না লাগা মন নিয়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে আলস্যে শুয়ে থাকবার মতন। আবার কিছু গল্পাংশ ভর দুপুরে বাসে জানলার পাশের সিটে বসে কড়া রোদের তাপে পুড়বার তিতবিরক্তির মতন। আবার কিছু মাঝরাতে মিথ্যা ক্ষুধায় অকারণ চীনাবাদাম চিবানোর বিলাসিতা করবার মতন।