...
Show More
স্বর্গে কী আছে, স্বর্গ কেন আছে তা নিয়ে লেখকদের জল্পনার শেষ নেই। কতো লেখক যে কতো বিচিত্রভাবে স্বর্গকে কল্পনা করেছেন! মিচ এলবম এই উপন্যাসে স্বর্গকে উপস্থাপন করেছেন সম্পূর্ণ ভিন্নভাবে। এখানে স্বর্গ আছে উপভোগ বা আনন্দের জন্য নয়, স্বর্গ আছে জীবনের অর্থ উপলব্ধি করানোর জন্য। আমরা জন্মাই, বড় হই, সংসার করি; তারপর মারা যাই একরাশ অতৃপ্তি নিয়ে। কী পেলাম জীবনে, অন্যকে কী দিলাম জীবনে এ প্রশ্ন আমাদের তাড়িত করে। অনেকেরই মনে হয়, তার জীবন অর্থহীন। পৃথিবীতে তার দ্বারা কারো কোনো উপকার হয় নি, কেউ তাকে মনে রাখবে না। মানুষের আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য - সময়ের সাথে সাথে সে ফেলে আসা জীবনের কথা ভুলে যায়।বর্তমানে সে যে অবস্থায় আছে শুধু সেটাই সত্যি বলে মনে হয়। ভুলে যায়, নিজে সে একদিন ছোট ছিলো। তার ছিলো হাসি, আনন্দ, যাতনা, উদ্বেগ; ছিলো একমুঠো স্বপ্ন আর এক পৃথিবী হাহাকার, ছিলো শরীর, প্রেম, ঈর্ষা আর একটা স্পন্দমান হৃদয়।
মিচ এলবমের স্বর্গে মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে দেখা হবে পাঁচজন ব্যক্তির যারা তার জীবনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।তারা এমন কিছু জানে যা সম্পর্কে সেই মৃত ব্যক্তি অসচেতন। তারা তাকে বোঝাবে পৃথিবীতে তার জীবনের প্রকৃত গুরুত্ব যা শুনে সেই ব্যক্তির অতৃপ্ত আত্মা মুক্তি পাবে অর্থহীনতার বোধ থেকে। প্লট হিসেবে চমৎকার না? এটা যে "feel good" কাহিনি তা তো শুনেই অনুমেয়। সাথে যথেষ্ট উত্তেজনা ও তীব্রতাও ছিলো। কিছুটা সরলীকৃত হলেও খুব ভালো লাগলো পড়তে।
মিচ এলবমের স্বর্গে মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে দেখা হবে পাঁচজন ব্যক্তির যারা তার জীবনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।তারা এমন কিছু জানে যা সম্পর্কে সেই মৃত ব্যক্তি অসচেতন। তারা তাকে বোঝাবে পৃথিবীতে তার জীবনের প্রকৃত গুরুত্ব যা শুনে সেই ব্যক্তির অতৃপ্ত আত্মা মুক্তি পাবে অর্থহীনতার বোধ থেকে। প্লট হিসেবে চমৎকার না? এটা যে "feel good" কাহিনি তা তো শুনেই অনুমেয়। সাথে যথেষ্ট উত্তেজনা ও তীব্রতাও ছিলো। কিছুটা সরলীকৃত হলেও খুব ভালো লাগলো পড়তে।