...
Show More
সে এক অ্যাডভেঞ্চার! এই অ্যাডভেঞ্চারের সাথে কোথায় লাগে রবিনসন ক্রুশো! প্যাপিলনের সাথে করে প্রায় অর্ধেক দুনিয়া ঘুরে বেড়িয়েছি। নির্জন দ্বীপ থেকে বিক্ষুব্ধ সাগর, বন্দীশিবির - কোথায় যাইনি।
প্যাপিলনের বন্দিদশা থেকে পালাতে গিয়ে বার বার ব্যর্থ হওয়ার সময় বার বার হতাশ হয়েছি। প্রতিবারই মনে হয়েছে এই বুঝি পালাল। অবশেষে অসহ্য দুঃখ-কষ্ট-যন্ত্রণা সহ্য করে যখন পালাতে সক্ষম হলো, তখন অ্যাডভেঞ্চারের মোটামুটি এক মহাকাব্য হয়ে গেছে। এই মহাকাব্য পড়ে বার বার শিউরে ওঠতে হয়।
লেখকের আত্মজীবনীমূলক দম বন্ধ করা এক বই! তেমনি দুর্দান্ত এক অনুবাদ।
প্যাপিলনের বন্দিদশা থেকে পালাতে গিয়ে বার বার ব্যর্থ হওয়ার সময় বার বার হতাশ হয়েছি। প্রতিবারই মনে হয়েছে এই বুঝি পালাল। অবশেষে অসহ্য দুঃখ-কষ্ট-যন্ত্রণা সহ্য করে যখন পালাতে সক্ষম হলো, তখন অ্যাডভেঞ্চারের মোটামুটি এক মহাকাব্য হয়ে গেছে। এই মহাকাব্য পড়ে বার বার শিউরে ওঠতে হয়।
লেখকের আত্মজীবনীমূলক দম বন্ধ করা এক বই! তেমনি দুর্দান্ত এক অনুবাদ।