...
Show More
আগে পড়া বই। কিন্তু কিছুই মনে নেই দেখে আবার পড়া শুরু করলাম। যে সময়ে লেখা তাতে মনে হয় তখনই এ গল্প ভালো ছিল, মানিয়েও যেত। একালে বিভিন্ন মুভি দেখে মনে হয় না এসব বই আর কারো ভালো লাগবে। ঘটনা সিম্পল। রাশিয়ার গোয়েন্দা সংস্থা বৃটিশ গোয়েন্দাবাহিনীকে শিক্ষা দেয়ার জন্য জেমস বন্ডকে হত্যা করার সিন্ধান্ত নেয়। তাকে পটানোর জন্য বেছে নেওয়া হয় মহাসুন্দরী তাতিয়ানাকে। বন্ডের কাজ হইল এই তাতিয়ানাকে কব্জা করে ইংল্যান্ড নিয়ে যাওয়া। বেচারা তাতিয়ানা নিজেই প্রেমে পরে যায় বন্ডের। দুজনে মিলে আদিম প্রেম করতে করতে বিভিন্ন রাশিয়ান হত্যাশিল্পীদের মোকাবেলা করে ফিরে আসে নিরাপদ স্থলে।
মজা লাগে নাই একদম।
মজা লাগে নাই একদম।