Community Reviews

Rating(4 / 5.0, 99 votes)
5 stars
33(33%)
4 stars
37(37%)
3 stars
29(29%)
2 stars
0(0%)
1 stars
0(0%)
99 reviews
April 17,2025
... Show More
Apparently I have been living under a rock my entire life because I had never even heard of Bridge to Terabithia before a friend of mine brought it up in conversation one day. She says, it’s a short read, I’ll bring you in my copy. Sure! I replied!

I had been under the impression that this was a children’s fantasy book and therefore had visions of Narnia dancing in my head. A few weeks after she had given me her copy I told her I would finally be getting around to it (I was finishing up a book I had been reading). I said to her: I need a nice light read to pick up after the soul-crusher that is The Fault in Our Stars. I wish I had taken a picture of the horrified look on her face that screamed: BRIDGE TO TERABITHIA IS A SOUL CRUSHER. I had been warned.

When I first started reading it I’ll admit I was pretty bored. Again, I had been under the impression it was a fantasy book filled with a mysterious land called Terabithia and that I would soon be immersed in a world I had yet to discover. That was not, however, what I got. Instead I got a story of ten year old kids who become best friends and build a fort on the edge of the forest. Their lives seem rather sad and mundane, except for the few instances where they actually get to escape to their secret hideaway, Terabithia.

I wish it had been more of a fantasy story but the story I did get was satisfying. A complete tragedy that brought me to tears, but the innocence of youth can’t be held onto forever…

Although this book was far from what I thought it would be, I still enjoyed it and thought it was a great book; a book that everyone should read at least once in his/her life.
April 17,2025
... Show More
Oh, what a sad but wonderful little coming of age novella. Jesse and Leslie's improbable friendship grows to be so special as they learn from each other while reigning as King and Queen of their imaginary kingdom along with the help of Prince Terrion the dog (PT). When tragedy occurs, which will rip your heart out, Jesse ultimately finds the strength and courage to accept loss and carry on as he  crowns his little sister Mary Belle the new Queen of Terabithia. What a memorable and befitting way to end the story!

A great book with many important lessons.

April 17,2025
... Show More
Didn't cry. Didn't understand the hype behind this book.
April 17,2025
... Show More
Lo terminé a las ocho de la mañana, demasiado temprano para llorar, no lo recomiendo.

Este es un libro precioso, adecuado para los niños de los ocho años en adelante si me lo preguntan a mí. Creo que, si en algún punto de nuestra vida nos enfrentamos ante el desafío de mostrarle a un niño el significado de la amistad y cómo sobrellevar la perdida de la misma, dar este libro me resulta un ejemplo perfecto.

Es algo demasiado puro que no se cuela a lo imposible, sabes que una cosa como esta le puede suceder a cualquier niño y a su vez, como adulto, sientes la volatilidad de las emociones y la dificultad tras las situaciones expresadas a lo largo de la historia.

No puedo evitar mencionar el cariño tan bonito que desarrollé por esta historia, al igual de lo mucho que me pegó la perdida de nuestra adorada Leslie. Por otra parte, este fue mi primer acercamiento a Terabithia. Sé que la película es un hit entre varios corazones melancólicos, pero yo jamás llegué a verla. (Aún no lo hago, siendo honesta.) Y no sé si ahora me encuentre lista para hacerlo.

La manera en que suceden los eventos y el momento tan inesperado en que te chocan me dejó con una sorpresa que aún no logro calcular. Y espero que cualquier que no haya leído esta historia y no conozca de la película se de el tiempo de conocer Terabithia, pues aunque destroza el corazón, logra ser una visita que se queda permanentemente.
April 17,2025
... Show More
A lovely book that has stood the test of time.

2020: Read this aloud to the kids as it's on the Battle of the Books list this year for my daughter. I had forgotten how much is covered in such a slim book, yet how fast it goes. Also the casual cruelty of both Jess's family and bullies at school, not to mention how Leslie and Jess retaliate. Interesting.
April 17,2025
... Show More
কিছু কিছু বই থাকে যা পড়ার সময় পাঠককে নিয়ে যায় ঐ জগতে, পড়ার পরও সে বইয়ের রেশ রয়ে য��য় বহু���িন। 'ব্রীজ টু টেরাবিথিয়া' নামের ১৪১ পেজের নভেলাটি আমার কাছে তেমন একটি বই বলেই মনে হয়েছে। মনে হয়েছে এই বই আমি আরেকবার পড়বো, তারপর আরেকবার, তারপর আরেকবার এবং তারপর আরো শতবার।

খানিকটা (বেশ খানিকটা) অবহেলা নিয়ে বড় হওয়া ছেলে জেসলি অ্যারন, যে এইবার কিনা ক্লাস ফাইভে উঠেছে। বাবা-মায়ের পাঁচ সন্তানের মাঝে একমাত্র ছেলে জেস, ভাই-বোনের সংখ্যার ক্রমে যার নাম্বার ৩। একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও নিন্ম-মধ্যবিত্ত সংসারের গৃহস্থালী কাজের অনেকটাই সে করে। তার বড় দুই বোন বলতে গেলে কোন কাজই করে না, আর ছোট দুজনকে তো বয়সে কারণে বাদই দিলাম।

রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার ছুটি গল্পে লিখেছেন ‘তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। তাহার মুখে আধো-আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রই প্রগল্‌ভতা।’ তেমনি এই বইয়ের ১০ বছর বয়সী জেস এর ক্ষেত্রেও আমার এই সেইম কথাটাই মনে হয়েছে। বন্ধু বলে কেউ নেই, সহপাঠীদের সাথে খুব একটা জমেনা, ওদিকে পরিবারের কারো কাছ থেকে ভালোবাসার যে উষ্ণতাটা তার পাবার কথা, অজ্ঞাত কারণবশত সে তা পায় না। নিজেকে প্রমাণ করার একটা স্পৃহা নিজের মধ্যে অজান্তেই তৈরী হতে থাকে। কিশোর মনে বার বার মনে হয়, এবারের স্কুলের খেলার প্রতিযোগিতায়, দৌড়ে তাকে ফার্স্ট হতেই হবে। দেখিয়ে দিতে হবে সে আসলে আর পাঁচটা কিশোর থেকে একটু হলেও আলাদা। সে লক্ষ্যেই, প্রতিদিন ভোরবেলায় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন সে পা টিপে টিপে বাইরে মাঠে গিয়ে দৌড় প্র্যাকটিস করে, নিজেকে প্রস্তুত করে।

স্কুলের ফার্স্ট রাউন্ডের খেলার দিন কনফিডেন্স নিয়ে দৌড় শুরু করে এবং শুরুতেই এগিয়ে যায় সে। কিন্তু শেষ করার খানিকটা আগে টের পায় তার চাইতেও শক্তিশালী একজন তার সাথে মাঠে নেমেছে। কিন্তু এমন তো হবার কথা নয়, তার জানামতে এমন তো কেউ নেই। তাহলে কে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে? ঘাড় ঘুরিয়ে দেখতেই দেখে, এতো নতুন মেয়েটা যে কিনা মাত্র গতকালই তাদের মফস্বলে এসেছে, উঠেছে তাদের পাশের বাড়িতেই। খানিকটা অবাক হতে হতেই সে দেখে মেয়েটা তাকে পাশ কাটিয়ে যাচ্ছে। প্রাণপণ চেষ্টা করেও জেস মেয়েটার সাথে পেরে ওঠেনা। এত দিনের পরিশ্রম সব বৃথা হয়ে যায় তার। একই সাথে হারার দুঃখ এবং মেয়েটার প্রতি সম্মান জেগে ওঠে জেসের মনে।

এরপর কিভাবে কিভাবে যেন শার্ট প্যান্ট পড়া এই অদ্ভুত মেয়ে; লেসলি বার্কের সাথে বন্ধুত্ব হয়ে যায় জেসের। আস্তে আস্তে জেস লেসলি সম্পর্কে জানে সে এবং লেসলির সম্পর্কে জানতে জানতে নতুন করে নিজেকেও জানে। লেসলিদের বাসার পেছনে পাইন গাছের বনে ওদের নতুন জগত 'টেরাবিথিয়া' গড়ে তোলে। টেরাবিথিয়া হচ্ছে ওদের নিজেদের রাজ্য, যেখানে যেতে হয় একটা ছোট্ট হ্রদ পার হয়ে। আর এ কাজটা ওরা করে হ্রদের এপাশে একটা গাছের সাথে ঝোলানো দড়ি দিয়ে। লেসলিদের বাসার পেছনের পাইন বন পার হয়ে হ্রদের পাশে যাও, দড়িটা দুহাতে শক্ত করে ধরো, একটু পিছিয়ে গিয়ে নিজেকে ছুঁড়ে দাও ওপারে; ব্যস পৌছে গেলে টেরাবিথিয়ায়। এ টেরাবিথিয়ায় জেস-লেসলি রাজা-রানী, তবে এটা শুধু পদেই সীমাবদ্ধ, সম্পর্কটা তাদের শুধুই বন্ধুত্বের। স্কুল শেষে হাতের কাজ শেষ করে প্রায় প্রতিদিনই তাদের সময় কাটে এই টেরাবিথিয়ায়। শুধু এই টেরাবিথিয়াতেই না, স্কুলে, নিজেদের দৈনন্দিন কাজে অজান্তেই ওরা হয়ে ওঠে নিজেদের পরিপূরক। আর ওদের এই বন্ধুত্বে নতুন করে যোগ দেয় প্রিন্স টেরিয়ান। প্রিন্স টেরিয়ান হচ্ছে লেসলিকে দেয়া জেসের প্রথম উপহার, তুলতুলে একটা কুকুরছানা। লেসলি আর প্রিন্স টেরিয়ানকে মিলে জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটায় জেস।

কিন্তু সময় সব সময় একরকম থাকে না। একটা ঘটনায় জেসের এই সুন্দর সময়দের দেয়াল ভেঙ্গে পড়ে। কি হয় সেটা জানতে নাহয় বইটাই পড়ুন।

অনেকটা বলে দিলেও বিশ্বাস করুন বইটা পড়তে আপনার একটুকু বিরক্ত লাগবেনা। বইটার সাথে এতটাই একাত্ম হয়ে মিশে যাবেন যে হয়তো কখনো হেসে উঠবেন লেসলি জেসের সাথে, কখনো বা আপনার প্রচন্ড রাগ হবে ওদের ওপর দাদাগিরি করা স্কুলের সিনিয়র ক্লাসের ছাত্রী জেনিসের ওপর, কখনো বা দুফোঁটা জল নেমে আসবে আপনার চোখ বেয়ে। ক্যাথেরিন প্যাটারসন এতটাই সুন্দর করে লিখেছেন, আপনি বইটা হাতে নিয়ে কখন শেষ করে ফেলবেন টেরই পাবেন না। তবে লেখককে ধন্যবাদ দেয়ার সাথে সাথে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই অনুবাদক সালমান হককে। প্রথমত এত সুন্দর একটা বই অনুবাদ করে পাঠকের হাতে তুলে দেবার জন্য। তিনি অনুবাদ না করলে কখনো হয়তো এই বইটা আমার পড়াই হতো না। আর দ্বিতীয়ত, এত চমৎকার সাবলীল ভাবে অনুবাদ করার জন্য। সালমান হকের অনুবাদ আরো বেশ কিছু পড়েছি আমি এবং প্রতিক্ষেত্রেই মনে হয়েছে, এটা মোটেও অনুবাদ নয়, শক্তিশালী কোন কথাসাহিত্যিকের মৌলিক কোন কাজ পড়ছি আমি। এতটাই সুন্দর করে অনুবাদ করেছেনে তিনি।

সবশেষে এই দীর্ঘ রিভিউ পড়ে আসা পাঠককে বলতে চাই, আপনি যে জনরার পাঠকই হোন না কেন, এই বইটা মিস দেয়া কোনভাবেই ঠিক হবে না।
April 17,2025
... Show More
I remember watching the movie for this book when I was a kid and finding it the most wondrous thing. This story has influenced my life far more than I can express. Reading the book brought all those memories and dreams back, right when I needed them most. I recommend this book to anyone who has ever been a kid before, and dreamed, and wished, and had friends, and lost them, and desired beyond belief to have them back.
April 17,2025
... Show More
I read this for Middle Grade March.
I’d never heard of this one before it was recommended to me.
It’s a very sad poignant story. Grief.

It’s magical and mystical in parts.

The ending caught me off guard. Yes, there was tears.
April 17,2025
... Show More
it was sad but i didn’t cry! i would really recommend this as it is a very short book and great for reading slumps or not knowing what to read
April 17,2025
... Show More
n  “She had tricked him. She had made him leave his old self behind and come into her world, and then before he was really at home in it but too late to go back, she had left him stranded there--like an astronaut wandering about on the moon. Alone.”n


I grew up watching the bridge to Terabithia movie on repeat and every time I watched it, It never failed to make me cry. And none of that has changed now, either. I happened to look up short reads and found this on the list. I couldn’t not read it. it really brought back so many memories I can’t believe it’s taken me this long to read it.

I loved the friendship between Jess and Leslie, and then the book ended the way it did. I’ll probably read this to my children one day. Though I should protect them from the trauma that is this book right?

Overall, the book made me feel fuzzy and nostalgic. A timeless classic that everyone should read.



|| Blog || Instagram ||
April 17,2025
... Show More
Touching story that took me back to a place of imagination from my own childhood. The author took me on a journey of memory, imagination and eventual transformation while feeling a myriad of emotions. Wonderful narration by Robert Sean Leonard whose name and voice I recognized from the medical TV series, "House."

My favorite passages come from Jesse's dawning realization of Leslie's impact on his life, as he transitions through various emotions and reaches understanding and acceptance:

"She had tricked him. She had made him leave his old self behind and come into her world and then, before he was really at home in it, but too late to go back, she had left him stranded there like an astronaut wandering about on the moon."

"Leslie had taken him from the cow pasture into Terabithia and turned him into a king."

"For the first time in his life he got up every morning with something to look forward to."

"It was up to him to pay back to the world in beauty and caring what Leslie had loaned to him in vision and strength."
Leave a Review
You must be logged in to rate and post a review. Register an account to get started.